
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 80 বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগরস্থ (উত্তর) ম্যানহাটন ব্যুরো কমিটি গঠন করা হয়েছে । এতে ওয়াদুদ তালুদার আহবায়ক ও জিয়াউল আহমদ জামিল সদস্য সচিব । গত ৪ঠা ফেব্রুয়ারী আপার ম্যানহাটনের পলাশ রেষ্টেরেন্ট অনুষ্ঠিত ম্যানহাটন বিএনপির এক কর্মী সভায় নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন এই কমিটি ঘোষনা করেন । সভায় আব্দুল ওয়াদুদ তালুকদারকে আহবায়ক ও জিয়াউল আহমদ জামিলকে সদস্য সচিব করে ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হচ্ছেন সিনিয়ার যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইসমাইল ( নোয়াখালী ), সেলিম উদ্দিন ( ফেনী), আব্দুল এ হেলাল (সিলেট), কবির হোসেন (ঢাকা), যুগ্ম সদস্য সচিব শাহাব সিদ্দিক (সিলেট) । সদস্য মানিক আহমদ, মিসেস কাওছার ভূইযা , খলিলুর রহমান, মাসুদ রানা, রোমান রহমান, ফয়েজ আহমদ,ফরহাদ হোসেন, সিয়াম আরাফাত, জিয়াউর রহমান, মাসুদুল ইসলাম, দেওয়ান রানা চৌধুরী , দিদার চৌধুরী , হাবিব জুহেল ও সালাহ উদ্দিন ।
বিএনপির নিউইয়র্ক মহানগর (উত্তর) এর যুগ্ম আহবায়ক ও ম্যানহাটন ব্যুরো সমন্বয়ক জনাব মানিক আহমদের সভাপতিত্বে ও জিয়াউল আহমদ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন ও প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপির সদস্য সচিব ফয়েজ চৌধুরী ।বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল হক খালিশদার , যুগ্ম আহবায়ক সৈয়দ গৌছুল হোসেন, আহবায়ক কমিটির সদস্য শাহ কামাল উদ্দিন , লিয়াকত আলী, মোহাম্মদ ইসমাইল , সেলিম উদ্দিন ,সোলেমান হোসেন, সিদ্দিক আহমদ উল্লাস ।বক্তব্য রাখেন সেলিম উদ্দিন , সালাহ উদ্দিন, কবির হোসেন, শাহবাব সিদ্দিক প্রমুখ । এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে অধিনস্থ সকল শাখা কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে ।
Posted ১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam