
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 71 বার পঠিত
জন্মদিনের Flu ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশি কমিউনিটির সেলিব্রেটিরা এ নিয়ে মহা ব্যস্ত। রেষ্টুরেন্ট, সার্ভিস সেন্টার কিংবা বাসাবাড়িতে আয়োজন চলছে তার। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্টিং বা ইলেকট্রনিক মিডিয়ায় তা সয়লাব। ভালো দিকটা হলো এসব অনুষ্ঠানের মাধ্যমে পারস্পারিক দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময়ের সুযোগ অবারিত হয়। অনেকের সাথে ব্যক্তিগতভাবে দেখা না হলেও এ সব অনুষ্ঠানে সাক্ষাৎ হয়ে যায়। আমি নিজেও গত বৃহস্পতিবার একটি জন্মদিনের অনুষ্ঠানে ছিলাম আমন্ত্রিত। বেশ ভালোই লেগেছে। হাসিমুখে কুশল বিনিময়ের অভাব ছিল না। ভাবিদের ও কিছু আর্টিস্টদের আবেগ উল্লেখ করার মতো। বয়স আর বিয়ে নিয়ে ঠাট্রা চলেছে বেশ।
এসব জন্মদিনের মধ্যমনিকে নিয়ে প্রসংশার ঢেউ সাগড়ের গর্জনকেও মাঝে মধ্যে ছাড়িয়ে যায়। এমনই একটি উচ্ছ্বাসের বার্তা ছুড়েছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। এক জন্মদিনের অনুষ্ঠানে বললেন, এখানে অনেক সাংবাদিক আছেন। আমি সিরয়িাসলি বলছি। ‘ আ.—- ভাইয়ের জনপ্রিয়তা/ অনুষ্ঠানের ভীর বলিউড নায়ক শাহরুখ খানের পাঠান সিনেমাকে হার মানিয়েছে।’ এমনি প্রসংশা ও স্তুতির বন্যা চলে অনুষ্ঠানগুলোতে। লক্ষ্যণীয় একটি দিক হলো কোন কোন জন্মদিনের স্পন্সর হন বন্ধু মহলের কেউ একজন। বেশ ভালোই। কমিউনিটিতে এমন ভালোবাসা, আনন্দ সমাবেশ ও ভালোবাসার স্পন্দন চলতে থাকুক আরও সরোবরে। সবার জন্মদিন শুভ হোক। ঘরে ঘরে আনন্দ আর উল্লাসে আয়োজিত হোক মিলন মেলা।
Posted ৭:০১ অপরাহ্ণ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam