
ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 53 বার পঠিত | পড়ুন মিনিটে
বলাকা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক’র নির্বাচনে সাইফুল ইসলাম সভাপতি ও শাহাদৎ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২০ ডিসেম্বর শুক্রবার নির্বাচন কমিশন সংগঠনের দ্বি—বার্ষিক (২০২৫—২০২৬) কমিটির নাম ঘোষণা করেন। সংগঠনটির নির্বাচনী তফলিস মোতাবেক ‘সাইফুল—শাহাদৎ’ এর নেতৃত্বে একটি প্যানেল প্রার্থী দেয়ায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী বাপ্পি প্যানেলটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। তিন সদস্য বিশিষ্ট কমিশনের অপর দুই সদস্য হলেন— মনির হোসেন ও মোস্তফা জামাল পাশা।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি— মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি— আলী আশরাফ লিটন, সহ সভাপতি— মোহাম্মদ ফেরদৌস আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক— মোহাম্মদ শাহাদৎ হোসেন, সহ—সাধারণ সম্পাদক— আব্দুল হান্নান, অর্থ সম্পাদক— টাঙ্কু এ রহমান, সাংগঠনিক সম্পাদক— মোহাম্মদ এন আর ভূঁইয়া রওনক, ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক— আলমগীর এইচ সরকার, প্রচার সম্পাদক— আবুল এইচ হাবিব, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ হারুন উর রশিদ, ওয়াজেদ আহমেদ, আশিক এলাহী, আব্দুল হক, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও জুয়েল এ সিদ্দিকি।
Posted ৪:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam