সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খানস টিউটরিয়ালে ভর্তি পরীক্ষার গাইড

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   117 বার পঠিত   |   পড়ুন মিনিটে

খানস টিউটরিয়ালে ভর্তি পরীক্ষার গাইড

স্পেশালাইজড কোন হাইস্কুলে ভর্তি পরীক্ষা ‘এসএইচএসএটি’ নিউইয়র্ক সিটির নামিদামি হাইস্কুলে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইংলিশ, আর্টস, ইএলএ, যা পড়াশোনার বোঝাপড়া এবং যৌক্তিক বিশ্লেষণের পরীক্ষা করে। গণিত, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জ্যামিতি এবং ওয়ার্ড প্রবলেম কভার করে। পরীক্ষাটি এর চ্যালেঞ্জিং চরিত্র জন্য পরিচিত। যা মজবুত ভিত্তিমূলক জ্ঞান এবং কার্যকর সময় ব্যবস্থাপনার দক্ষতা প্রয়োজন। খানস টিউটরিয়াল কর্তৃক এটি সম্পূর্ণ একটি গাইড বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এসএইচএসএটি—এর কঠিনতার ব্যাপক বিষয় কাভারেজ, জটিল প্রশ্ন এবং সময় নির্ধারিত ফরম্যাটে, যা অনেক ছাত্রছাত্রীর জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সফলতা প্রায়ই নির্ভর করে সঠিক প্রস্তুতির ওপর, যার মধ্যে রয়েছে প্রাথমিকভাবে অধ্যয়ন শুরু করা, পরীক্ষার ফরম্যাটের সাথে পরিচিত হওয়া, নিয়মিত অনুশিলন করা এবং ভুল থেকে শেখা। পড়াশোনা এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন করা, অফিসিয়াল উপকরণ ব্যবহার করা এবং পরীক্ষার পরিবেশ অনুকরণ করে অনুশীলন করা পারফরম্যান্স উন্নত করতে সহায়ক হতে পারে।

এসএইচএসএটি শুধুমাত্র জ্ঞানের পরীক্ষা নয় বরং সমালোচনামূলক চিন্তাভাবনা এবং প্রস্তুতির মাপকাঠি। যদিও এটি চ্যালেঞ্জিং, কৌশলগত এবং নিবেদিত প্রস্তুতি সাফল্যের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।

 

Facebook Comments Box

Posted ৩:২৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com