বাংলাদেশে ছাত্র—জনতার অভ্যুথানের পর গঠিত অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে নিউইয়র্কের বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলন_ইউএসএ গত কয়েকমাস থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন সভা, সমাবেশ, ও সামাজিক প্রোগ্রাম করে আসছে| এরই ধারাবাহিকতায় গত রবিবার নিউ ইয়র্কের লংআইল্যান্ডের ভ্যালি স্টিমে বৈষম্যবিরোধী প্রবাসী এই সংগঠনটির নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনের সদস্য সচিব ও প্রধান সমন্বয়ক -আহমেদ সোহেলের বাসার সাইড ইয়ার্ডে এক জাকজমকপূর্ণ বারবিকিউ ও লাঞ্চ পার্টির আয়োজন করা হয়|
বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলন_ইউএসএ সংগঠনের নবগঠিত উপদেষ্টা ও কার্যকরী কমিটির এই বারবিকিউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি -কেন্দ্রীয় বিএনপির অন্যতম নির্বাহী সদস্য ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যাক্তিত্ব জনাব আব্দুল লতিফ সম্রাট , সংগঠনের প্রধান উপদেষ্টা- কেন্দ্রীয় বিএনপির অন্যতম নির্বাহী সদস্য এবং কলামিস্ট রিটা রহমান| পুরো আয়োজনটি পরিচালনা করেন সংগঠনের মেম্বার সেক্রেটারি আহমেদ সোহেল।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি , যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার, বর্ষীয়ান সাংবাদিক তাসের মাহমুদ, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ বাসেত, উপদেষ্টা ডক্টর আহমেদ ইফতেখার , বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার কনিষ্ট পুত্র ইসফাক হোসেন , যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ মিজান চোধুরী , কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট জাজ -সোমা সায়েদ , ডক্টর লেঃ কর্নেল মোহাম্মদ শফি , মোহাম্মদ আনিসুল ইসলাম জাসির , বীর মুক্তিযোদ্ধা জনাব খন্দকার ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর , উপদেষ্ট কিউ জামান , বিশিষ্ট রাজনীতিবিদ সায়েদুল হক , ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাক আহমেদ , বাংলাদেশ সোসাইটির সদ্য নির্বাচিত কোষাধ্যক্ষ মফিজুল ভূইয়াঁ রুমি ভাই, রাজনীতিবিদ মোহাম্মদ হোসেন , মোহাম্মদ আসলাম , রাজনীতিবিদ রেজোয়ানা সেতু, যুগ্ন আহ্বায়ক আবুল বাশার, যুগ্ন আহ্বায়ক আব্দুল হামিদ সোহেল, মাহফুজুল ভূঁইয়া,সিনিয়র সাংবাদিক ও নিউ ইয়র্ক প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও তাঁর সহধর্মিনী আফরোজা ইসলাম, যুগ্ন সদস্য সচিব এ.আউয়াল, যুগ্ন সদস্য সচিব সাইদুল ইসলাম রিয়াদ , আমিনা আঁখি , আইটি স্পেশালিস্ট মোহাম্মদ তারিকুল ইসলাম , ফারজানা সাথী ,পাহলভী| অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হক , মেহেরুন নাহার মাজেদা , জিয়াউল হক জিয়া , জালাল উদ্দিন , হাবিবুল বাহার , রাজু আহমেদ , আলামিন , আহাদ সহ প্রমুখ. বৈষম্যবিরোধী সংগঠনটির এই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এইসময় সুন্দর আয়োজনের উদ্যোগ নেয়ার জন্য বৈষম্যবিরোধী সংগঠনটির সদস্য সচিব আহমেদ সোহেল সহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের ফাঁকে অনির্ধারিত আলোচনায় বক্তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে বাংলাদেশে অতি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান . এই সময় বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ সম্রাট যুক্তরাষ্ট্রের মাটিতে বৈষম্যবিরোধী এই সংগঠনটির ধারাবাহিক প্রোগ্রামগুলো সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান! অনুষ্ঠানের শেষ পর্যায়ে আব্দুল লতিফ সম্রাট ও রিটা রহমানের নেতৃত্বে উপস্থিত সকলে মিলে কেক কেটে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন !