বুধবার ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কানাডায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে হাজারো মানুষ

প্রবাস ডেস্ক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   11 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে হাজারো মানুষ

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। দেশটিতে বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন চট্টগ্রাম সমিতি কানাডা ইনক-এর উদ্যোগে আয়োজিত এই মেজবানে হাজারো বাংলাদেশি অংশ নেয়। এতে সেখানে এক অভূতপূর্ব পরিবেশের তৈরি হয়।

টরেন্টোর সুন্নাতুল জামাত অব অন্টারিও মসজিদে দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এই মেজবানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ সুধীসমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন। তারা ব্যতিক্রমী এই আয়োজনের জন্য চট্টগ্রাম সমিতি কানাডা ইনক-এর নেতাদের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকদের পক্ষে সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মেজবানে অংশ নেওয়ায় অভ্যাগতদের ধন্যবাদ জানান। তারা বলেন, চট্টগ্রাম সমিতি কানাডা- প্রবাসে বাংলাদেশের এবং চট্টগ্রামের ঐতিহ্য সমুন্নত রাখতে সবসময় সচেষ্ট থাকবে।

Facebook Comments Box

Posted ৬:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com