
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 54 বার পঠিত
জাতিসংঘ ভবনের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ম্যানহাটানস্থ জাতিসংঘ ভবনের সামনে ফাস্ট এভিনিউ এবং ৪৭ স্ট্রীট-এ এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্ধের ভাষায় ‘ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল, গুম, হত্যা, লুটপাট, সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন বিচার ব্যবস্থা ধ্বংস এবং গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার’-এর দাবীতে উল্লেখিত সমাবেশ আয়োজন করা হয়েছে। সমাবেশ থেকে কালো পতাকাও প্রদর্শণ করা হবে। সমাবেশটি সফল করতে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতা এবং কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চার নেতা যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিজানুর রহমান ভূইয়া (মিল্টন ভূইয়া) জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সকর প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান ও যোগদানের অনুরোধ জানিয়েছেন।
এদিকে জাতিসংঘ ভবনের সামনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সফল করতে নিউইয়র্ক ষ্টেট ও সিটি বিএনপি ছাড়াও অন্যান্য সংগঠনের উদ্যোগে চলতি মাসে লাগাতার প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পৃথক পৃথকভাবে আয়োজিত এসব সভায় যুক্তরাষ্ট্র বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, আনোয়ারুল ইসলাম, কাজী আযম, ফিরোজ আলম, ভিপি জহির মোল্লা, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র আহ্বায়ক ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন ও সচিব ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্য সচিব বদিউল আলম, কেন্দ্রীয় জাসাস নেতা গোলাম ফারুক শাহীন, যুবদল নেতা জাকির এইচ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ আহমদ ও ইলিয়াস খান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেক দলের নেতা মাকসুদুল হক চৌধুরী ও সাইফুর রহমান খান হারুন, যুক্তরাষ্ট্র ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং জাতিসংঘ ভবনের সামনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানান।( (ইউএনএ)
এদিকে বুধবার নবান্ন রেষ্টুরেন্টে মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সেলিম রেজা। পরিচালনায় ছিলেন আহবাব চৌধুরী খোকন। বক্তব্য রাখেন আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভূইয়া মিল্টন, মাকসুদুল হক চৌধুরী , সাইফুর রহমান খান হারুন, হাবিবুর রহমান সেলিম রেজা ,সদস্য সচিব বদিউল আলম,ফয়েজ চৌধুরী, ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ,সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ ও গোলাম ফারুক শাহিন।
Posted ১:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
nykagoj.com | Monwarul Islam