
আন্তর্জাতিক ডেস্ক | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 54 বার পঠিত
মার্কিন সীমান্তের কাছে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসী কেন্দ্রে আগুন লেগে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন।
স্থানীয় সরকারের সঙ্গে দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত খবরে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের কারণ ও নিহতরা কোন দেশের নাগরিক তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
nykagoj.com | Stuff Reporter