
বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 124 বার পঠিত
মৃণাল সেনের বায়োগ্রাফি করতে আজ কলকাতায় উড়াল দিয়েছেন ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশের বাইরে যাওয়ার আগে বাবা রাধাগোবিন্দ চৌধুরীর সদ্য বিয়োগের বিরহটা বার বার নাড়া দিচ্ছিল তাকে।
চঞ্চল তাই ফেসবুকে লিখেছেন, ‘যখনই কোনো কাজে দেশের বাইরে যাই, প্লেন ছাড়ার আগে মা-বাবার সঙ্গে ফোনে কথা বলে বিদায় নিই। আজও যাচ্ছি, কিন্তু…আর কোনো দিন বাবাকে ফোন করে জিজ্ঞাসা করা হবে না, বাবা, তোমার জন্য কী আনব?’
বাবা হারানোর শোকে কাজ থেকে বিরতি নিয়েছিলেন চঞ্চল চৌধুরী। কিন্তু বিরতি আর ক’দিন নেওয়া যায়। তাই শোক একটু করে কাটিয়ে ফিরেছেন কাজে। শুরু করতে যাচ্ছেন আলোচিত সিনেমা ‘পদাতিক’ এর শুটিং।
চলতি বছরই ভারতের কিংবদন্তি এই নির্মাতার জন্মশতবার্ষিকী। তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে প্রয়াত পরিচালকের জীবন ও তার সময়ের গল্প নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করছেন ছবিটি।
এর আগে ‘পদাতিক’–এর পোস্টারে চঞ্চলের লুক দেখে প্রশংসা করেছিলেন ভক্তরা। গত সপ্তাহে সিনেমাটির প্রযোজক ফিরদাসুল হাসান ফেসবুকে ‘পদাতিক’–এর কয়েকটি ফার্স্ট লুকের ছবি প্রকাশ করেন, যেখানে নানা বয়সের মৃণাল সেনের চরিত্রে দেখা গেছে চঞ্চলকে। আবারও প্রশংসায় ভেসেছেন চঞ্চল।
Posted ১:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Stuff Reporter