শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মম গাইলেন রবীন্দ্রসংগীত, বর্ষণের কণ্ঠে মৌলিক গান

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   51 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মম গাইলেন রবীন্দ্রসংগীত, বর্ষণের কণ্ঠে মৌলিক গান

অভিনয়ের পাশাপাশি গানও করেন নন্দিত অভিনেত্রী জাকিয়া বারী মম ও ইমতিয়াজ বর্ষণ।এদুই অভিনয়শিল্পীগাইলেন এক প্রজেক্টে। অভিনেত্রী মমর কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রনাথের ‘তোমার খোলা হাওয়া’ গানটি। সম্প্রতি জয় শাহরিয়ারের মগবাজারের স্টুডিওতে এর রেকর্ডিংহয়েছে। গতকাল তেজগাঁওয়ের একটি স্টুডিওতে গানের দৃশ্যধারণে অংশ নিয়েছেন মম।

এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘রূপকথা এখন আর হয় না’ নাটকেগল্পের প্রয়োজনে কণ্ঠে গান তুলেছিলেন মম।কোনো মৌলিক নয়, এটি ছিল পুরোনো দিনের একটি জনপ্রিয় গান।‘একবার যদি কেউ ভালোবাসত’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন তিনি। আমজাদ হোসেনের লেখা ও আলাউদ্দিন আলীর সুরে গানটি নতুন সংগীতায়োজনে মমর কণ্ঠে প্রশংসিত হয়েছিল। এবারও তাঁর কণ্ঠেরবীন্দ্রনাথেরগানটি শ্রোতারা পছন্দ করবেন বলে বিশ্বাস এ অভিনেত্রী ও কণ্ঠশিল্পীর।

‘মিথ্যে বলিনি এক বিন্দু/ তুমিতো ছিলে সুখেরই কেন্দ্রবিন্দু/ মুখোমুখি দাঁড়িয়ে আমিও মিথ্যে বলিনি এক রত্তি’– এরকম কথায় গান গেয়েছেন ইমতিয়াজ বর্ষণ।সম্প্রতি নিকেতনের শব্দঘর স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে। আগামীকাল হবে গানের ভিডিওর দৃশ্যধারণ। দ্বৈতগানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন তাসনিম আনিকা।
বর্ষণ বলেন, ‘অভিনয়ের পাশাপাশি গানের সঙ্গে সংযুক্ত থাকতে চাই। এ কারণে সময়-সুযোগ পেলেই গান করছি। বলতে পারেন গান আমার প্যাশন। গানের সঙ্গেআমার আবেগ রয়েছে। আর আগে অনেক গানের কাভার করলেও এইপ্রথম মৌলিক গান গেয়েছি। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

জানা গেছে, ২০ জন কণ্ঠশিল্পীর ২০টি নতুন মৌলিক গানের ভিডিও নিয়ে আসছে নতুন অডিও ভিজ্যুয়াল মিউজিক্যাল প্রজেক্ট ‘এনএইচটি মিউজিক বক্স’।সবগানের কথা, সুর, সংগীত পরিচালনা করেছেন আহমেদ রাজীব। এপ্রজেক্টে থাকছে মমওবর্ষণের গান।এছাড়া অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, এস আই টুটুল, মিজান রহমান, কনা, সালমা, মাহতিম শাকিব, অবন্তী সিঁথি, তাসনিম আনিকা, মাখন মিয়া, কিশোর,শফিক তুহিন,জয় শাহরিয়ার,নীলা নাজ, নাসিম আলী খান।পপ রক, রক ব্যাল্যাড, কনটেম্পোরারি ফোক ঘরানার গান নিয়ে সাজানো হয়েছে পুরো অ্যালবাম। ভিজ্যুয়াল প্রোডাকশনের প্রধান হিসেবে থাকছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

অ্যালবাম প্রযোজকএনএইচটিহোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক তানসির তাইমুর বলেন, ফোক ফিউশন নিয়ে ইদানীং অনেক কাজ হলেও মৌলিক গান নিয়ে এধরনের প্রজেক্ট খুব কম। আমরা চাইমৌলিক গান দিয়ে দেশের সংগীতাঙ্গনকে আরও সমৃদ্ধ করতে। গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আহমেদ রাজীব বলেন, ‘আমি অনেক উচ্ছ্বসিত এমন কাজের সঙ্গে জড়িত হতে পেরে। আরও বেশি বেশি ভালো মৌলিক গান নিয়ে কাজ হোক– এইটাই প্রত্যাশা।’

আগামী কোরবানির ঈদ উপলক্ষে ২০ সপ্তাহে ২০ জন শিল্পীর ২০টি গান আসবে বলে জানা গেছে। গানগুলোর অডিও-ভিডিও সব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শ্রোতারা শুনতে পাবেন।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com