শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাফা’র একুশের প্রভাতফেরিতে কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেস

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   131 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাফা’র একুশের প্রভাতফেরিতে কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেস
মহান ভাষা আন্দোলনের ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ, বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আমেরিকান-বাংলাদেশী শিশুদের পরিচিত এবং সম্পৃক্ত করা এবং সেই সঙ্গে দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালনের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’ বাফা ইউএসএ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস ব্যুরোর স্টারলিং এলাকায় প্রতি বছরই একুশের প্রভাতফেরির আয়োজন করে থাকে । ২০১৭ সাল থেকে শুরু হওয়া বাফা’র এই প্রভাতফেরিতে  ২০২৪ সালেও বাফার সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, শিল্পী, কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, সংগঠক এবং স্থানীয় বাঙালি কমিউনিটির বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের বাঙালিরা আবহাওয়ার প্রচন্ড প্রতিকুলতাকে উপেক্ষা করে অত্যন্ত আগ্রহভরে অংশগ্রহণ করেছেন। প্রতি বছরের মতো এবছরও দিবসটি পালনে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মুলধারার সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ প্রভাতফেরিতে অংশগ্রহণ করেছেন এবং দিবসটি উদযাপনের প্রতি একাত্বতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে বাফাসহ এলাকার বাঙালি কমিউনিটিকে অভিনন্দিত করেছেন। প্রথমবারের মতো এবার ডেমোক্রেট নেত্রী কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ প্রভাতফেরিতে অংশগ্রহণ এবং দিবসের গুরুত্বের উপর বক্তব্য প্রদান করে প্রতি বছর এমন আয়োজনের জন্য বাফার অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ, নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীওম্যান কারিনা রিয়েজ, নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীম্যান এ্যাডি গিব্জ, সিটি কাউন্সিল মেম্বার এ্যামান্ডা ফারিয়াজসহ বাঙালি কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। বাফার প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমীন একুশের অনুষ্ঠান সফল করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
Facebook Comments Box

Posted ১১:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com