বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লোন মওকুফ শুরু

আজকাল রিপোর্ট   |   শনিবার, ২৯ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   194 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লোন মওকুফ শুরু

রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ শুরু
উইসকনসনে বাইডেনের পরিকল্পনার বিরুদ্ধে মামলা

আজকাল রিপোর্ট
স্টুডেন্ট লোন মওকুফ শুরু হবে রোববার থেকে। ইতোমধ্যেই ৮০ লাখ আমেরিকান এ লোন মওকুফের জন্য আবেদন করেছে। গত সোমবার থেকে অনলাইনে স্টুডেন্ট ঋন মওকুফের জন্য আবেদন গ্রহন করা হচ্ছে। গেল আগষ্ট মাসে প্রেসিডেন্ট জো বাইডেন সর্বোচ্চ ২০ হাজার ডলার স্টুডেন্ট লোন মওকুফের ঐতিহাসিক ঘোষণা দেন। এতে সাড়ে ৪ কোটি আমেরিকান সম্পূর্ন বা আংশিক লোন পরিশোধের সুযোগ পাবেন। এদিকে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে উইসকনসন স্টেটের একটি ‘ট্যাক্সপেয়ার গ্রুপ’ প্রেসিডেন্ট বাইডেনের স্টুডেন্ট লোন মওকুফ করার পরিকল্পনা বাতিলের জন্য সুপ্রীম কোর্টের কাছে আর্জি জানিয়েছে। এই স্টেটের ব্রাউন কাউন্টির ট্যাক্সপেয়ার এসোসিশেনের আবেদনটি সুপ্রীম কোর্টের জাস্টিস অ্যামি কনি ব্যারেট বরাবর পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আপীল কোর্টের ৭ম সার্কিটের ইমারজেন্সি বিষয়গুলো অ্যামি কনি ব্যারেটই দেখাশোনার দায়িত্বে। উল্লেখ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে নিয়োগ পাওয়া বিচারপতি ব্যারেটকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এর আগেও ট্যাক্সপেয়ার এই গ্রুপটি স্টুডেন্ট লোন মওকুফ সংক্রান্ত জো বাইডেনের ঘোষণার বিরুদ্ধে মামলা করেছিল। তখন উইসকনসনের একজন ফেডারেল জাজ তাদের আবেদন খারিজ করে দেন। তিনি রায়ে বলেন, এই এসোসিয়েশনের আইনগত কোন অধিকার নেই প্রেসিডেন্টের পরিকল্পনা আটকে দেবার। এরপর তারা সুপ্রীম কোটের ৭ম সার্কিটে এই রায়ের বিরুদ্ধে আপীল করে।

Facebook Comments Box

Posted ৩:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com