
আন্তর্জাতিক ডেস্ক | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 39 বার পঠিত
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান জেনারেল মার্ক মিল বলেছেন, শীতের আগে পাল্টা হামলা চালানোর জন্য ইউক্রেনের হাতে ৩০ দিনের কিছু বেশি সময় অবশিষ্ট আছে। খবর বিবিসির
তিনি বলেন, সামনে ইউক্রেনে শীতকাল। ঠান্ডা পরিবেশে বাধার মুখে পড়বে ইউক্রেন সেনাদের পাল্টা হামলা।
বিবিসির ‘সানডে’ অনুষ্ঠানে আলাপচারিতায় এ কথা বলেন তিনি। তবে তিনি বলেছেন, এখনো রুশ ও ইউক্রেনের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে।
গত গ্রীষ্মে শুরু হওয়া ইউক্রেনের পাল্টা হামলায় অল্প কিছু সফলতার দেখা মিলেছে। তবে ইউক্রেনের সেনা কর্মকর্তাদের দাবি, দেশটির দক্ষিণে রাশিয়া অপ্রতিরোধ্য সম্মুখসারি ভেঙে দিতে সক্ষম হয়েছেন তারা। মার্ক মিলে বলেন, ‘আমি যুদ্ধের একেবারে শুরুতে বলেছিলাম, এটি ধীরগতিতে এগোবে, কঠিন হবে এবং বহু সময় ধরে চলবে। একই সঙ্গে বহু মানুষ নিহত হবে। আর সেটিই হচ্ছে।’
Posted ২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
nykagoj.com | Stuff Reporter